Affiliate Program
স্বাগতম Gift Hat BD অ্যাফিলিয়েট প্রোগ্রামে! আমাদের সাথে অংশীদার হয়ে আয়ের সুযোগ তৈরি করুন। নিচে অ্যাফিলিয়েট প্রোগ্রামের টার্মস ও শর্তাবলী দেওয়া হলো:
কমিশন রেট
Gift Hat BD অ্যাফিলিয়েট হিসেবে আপনি প্রতি বিক্রয়ে ১০% কমিশন পাবেন।
কুকি ডিউরেশন
আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে কুকি ডিউরেশন ৭ দিন। অর্থাৎ, কোন গ্রাহক আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে ৭ দিনের মধ্যে অর্ডার করলে, সেই বিক্রয়ের জন্য কমিশন প্রযোজ্য হবে।
কমিশন অর্জন ও পেমেন্ট
অ্যাফিলিয়েটরা ন্যূনতম ৫০০ টাকা কমিশন অর্জনের পর পেমেন্টের জন্য যোগ্য হবেন। কমিশন পেমেন্ট করার আগে ১০ দিনের রিফান্ড উইন্ডো সম্পন্ন হতে হবে। রিফান্ড উইন্ডো শেষ হওয়ার পর, কমিশন আপনার প্রদত্ত পেমেন্ট মাধ্যমের মাধ্যমে পাঠানো হবে।
রিফান্ড ও কমিশন বাতিলকরণ
যদি কোন গ্রাহক ১০ দিনের মধ্যে অর্ডার বাতিল বা ফেরত দেন, তবে সেই বিক্রয়ের জন্য কমিশন প্রদান করা হবে না।
অন্যান্য শর্তাবলী
- Gift Hat BD এর অধিকার আছে যে কোন সময় অ্যাফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলী পরিবর্তন করার।
- অবৈধ বা প্রতারণামূলক পদ্ধতিতে আয় করা কমিশন বাতিল করা হবে।
আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।